রাজবাড়ীর কালুখালীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ০১ মিনিটে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাাদক হেদায়েতুল ইসলাম সোহাগ, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন, মাজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, মদাপুর ইউনিয়ণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ মারুফ, এনামুল হক সেতু, , রাকিব আল হাসান, মারুফ পারভেজ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়।