॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ীর প্রাক্তন গণপরিষদ সদস্য, জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম (৮৭) আজ (১০ই ফেব্রুয়ারী) রাত দেড়টার দিকে ইন্তেকাল করেছেন।
তিনি রাজধানীর বেসরকারী একটি হাসাপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ছিলেন।
তার নামাজের জানাযা সোমবার বাদ আসর নিজ গ্রাম রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৩ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসা, কয়েকটি ছাত্রাবাস প্রতিষ্ঠা ও বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ সহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে সহযোগীতা করেছেন।
তিনি ১৯৯৬, ২০০১ ও ২০১৮ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে রাজবাড়ী-২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।