নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
আজ (৩রা ফেব্রুয়ারী) সারা দেশের ন্যায় রাজবাড়ীর কালুখালীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২০ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
এ বছরে উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্রে ৯৭৩জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
হোগলাডাঙ্গী কামিল মডেল মাদরাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এছাড়াও মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্রে ৫৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম। কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান। মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ রাশিদুল ইসলাম, কেন্দ্র সচিব হিসেবে মোঃ শাজাহান আলী, সরকারী কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, সহ-সচিব মোঃ রেজাউল আলম, মোখলেছুর রহমান, ফিরোজ হায়দার।
কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব মোঃ ফরিদ শেখ, সরকারী কর্মকর্তা হিসেবে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার নন্দি, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, সহ-সচিব মোঃ সিহাব উদ্দীন মোল্লা, শাজাহান আলী, আঃ জলিল।
এছাড়া হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসা কেন্দ্রে সহকারী কমিশনার রাজবাড়ী আসাদুজ্জামান, কেন্দ্র সচিব মাদরাসা অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ, সরকারী কর্মকর্তা হিসেবে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস,সহ-সচিব অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল ইসলাম হেলাল, অধ্যক্ষ মাওঃ লুৎফর রহমান সহ অন্যান্যরা দায়িত্ব পালন করেন।
আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন মৃগী কেন্দ্রে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শওকত হোসেন, কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসআই বিল্লাল, হোগলাডাঙ্গী মাদরাসা কেন্দ্রে এএসআই শাহিন সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।