সোমবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বর্তমান সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
এ উপলক্ষ্যে সকাল ১১ টায় রতনদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস রাজবাড়ী এর আয়োজনে উপজেলা প্রশাসন কালুখালী এর সহযোগীতায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)।
তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন কাজের সাফল্যের কথা উল্লেখ করে সরকারের হাতকে শক্তিশালী করতে সকলকে সার্বিকভাবে নৈতিক দায়িত্ব হিসেবে সচেষ্ট থাকতে বলেন।
দিলিপ কুমার মন্ডলের সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, বক্তব্য রাখেন রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের সহ ইউনিয়নের সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।