জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হলেন রাজবাড়ীর আলমগীর হুসেইন
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নির্বাচিত হলেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃতি সন্তান আলমগীর হুসেইন (জুলফিকার)। গত ২২ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্র সমাজের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। নির্বাচিত আলমগীর হুসেইন জুলফিকার ইতোপূর্বে দারুস সালাম থানার সফল সভাপতি ও সাধারণ সম্পাক, সরকারী বাংলা কলেজের সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
গতকাল তার সাথে কথা হলে তিনি বলেন, আমি সাবেক ৯ বছরের সফল রাষ্ট্রপতি, ৬৮ হাজার গ্রাম বাংলার রূপকার ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম এইচএম এরশাদ স্যারের হাত ধরে তার আদর্শে গড়া জাতীয় ছাত্র সমাজের রাজনীতিতে প্রবেশ করি। স্যারের অবর্তমানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা’র হাতকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাবো এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েল ও সাধারণ সম্পাদক আল মামুন এর পরামর্শ নিয়ে দলীয় কর্মসূচী বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ্।
উল্লেখ্য, আলমগীর হুসেইন (জুলফিকার) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির ভবানীপুর গ্রামের শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।