নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) রতনদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানে কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কন্দ্রেীয় শূরা সদস্য এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম।
কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু সাঈদ মোল্লার সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, বাংলাদেশ মসজিদ মিশনের জেলা সভাপতি মুন্সি সুলাইমান, আই.বি.ডবিøউ.এফ এর রাজবাড়ী জেলা সভাপতি হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল, পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফারহাত রুকু, সহকারী সেক্রেটারী মাওঃ এনামুল হক, কালুখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, কালুখালী উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওঃ মোতালেব হাসান, ইমরুল কায়েস, রতনদিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুল মালেক, কালুখালী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও বায়তুলমাল সম্পাদক আব্দুর রহমান, রতনদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ রায়হান কবির, বোয়ালিয়া ইউনিয়নের আমীর মাওঃ আব্দুল মান্নান, মাজবাড়ী ইউনিয়নের আমীর মাওঃ আবু তালেব ও হাফেজ শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কন্দ্রেীয় শূরা সদস্য এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম বলেন, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামি শাসনের কোনো বিকল্প নেই। ইসলামি রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সুদ, ঘুষ, সন্ত্রাস, ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে এসে কুরআনের সংবিধানকে প্রতিষ্ঠা করতে আমাদের মিলেমিশে কাজ করতে হবে।