দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে কালুখালী সরকারী কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আসিফ মন্ডল, সাবেক সভাপতি ইমন খোন্দকার, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মান্নান, কলেজ ছাত্রী আফরিন, ইতি খাতুন ও কল্পনা খাতুন সহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বর্তমান সরকারের কাছে এ ধরনের অপরাধের দ্রæত শাস্তির দাবি জানান।