রাজবাড়ীর কালুখালীতে উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য বান্ধব কমিটির সিদ্ধান্ত ও সরকারী নীতিমালা অনুযায়ী ডিলার নির্বাচন করা হয়।
সোমবার (১০ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজনে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর সভাপতিত্বে এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা তারিকুল ইসলাম সবুজ, সমাজসেবা অফিসার নাজমুল হাসান, পরিসংখ্যান অফিসার মোঃ রুহুল আমিন, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লটারীতে উপজেলা ২৮ টি ডিলারের বিপরীতে আবেদন জমা হয় ১৫৩ টি। যাচাই বাছাই শেষে বাতিল করা হয় ১২টি এবং বৈধ আবেদন গ্রহণ করা হয় ১৪১ টি। এদের মধ্যে লটারীতে রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া বাজার কেন্দ্রে মোঃ বাবুল হোসেন, স্টেশন বাজারে মোঃ হানিফ মন্ডল, রুপসা স্লুইচগেট বাজারে মোঃ বাদশা শেখ, মাধবপুর বাজারে মোঃ তৈয়ব আলী খান, সাভারের বাজারে মোঃ আয়নাল কবির মিশন, কালিকাপুর ইউনিয়নের রায়নগর স্লুইচগেট বাজারে মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, কালিকাপুর বাজারে মোছাঃ সালমা খাতুন, হরিণবাড়ীয়া বাজারে মোঃ মুন্নু শেখ, বোয়ালিয়া ইউনিয়নে বোয়ালিয়া মোড় বাজারে মোঃ রুবেল ফেরদৌস, মহিলা কলেজ রোডে মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ হাট বাজারে মোঃ আবু তালেব, পাইকাড়া মোড় বাজারে মোছাঃ শারমিন আক্তার, মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজারে মোঃ মনিরুল ইসলাম, শমসের মার্কেট বাজারে মোঃ রফিকুল ইসলাম, সোনাপুর বাজারে মোঃ মোস্তফা শেখ, মদাপুর ইউনিয়নের মদাপুর বাজারে মোঃ মোশারফ বিশ্বাস, গান্ধিমারা বাজার (পূর্ব) মোঃ জাহাঙ্গীর হোসেন, গান্ধিমারা বাজার (পশ্চিম) মোঃ হাবিবুর রহমান, মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বাজার (উত্তর) মোঃ জাহাঙ্গীর আলম রানা, বড় কলকলিয়া বাজার (দক্ষিণ) মোঃ ওসমান গণি, নিয়ামতপুর বাজারে মোঃ এহসান আহম্মেদ, শিকজান বাজারে মোঃ আদর আলী শেখ, সাওরাইল ইউনিয়নের বি-কয়া বাজারে মোঃ রহিম উদ্দিন, পাতুরিয়া বাজারে মোঃ জাকির হোসেন, বাহের মোড় বাজারে মোঃ রফিকুল ইসলাম, ফুলতলা বাজারে মোঃ উজ্জল ও লাড়ীবাড়ী বাজারে মোঃ সজিব হাসান নির্বাচিত হন।