Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ- আহত ০২

বোরহান উদ্দিন বিপ্লব:

রাজবাড়ীর কালুখালীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আহতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের জোনাব মন্ডল এর পুত্র মোঃ রেজাউল (৩০) ও একই গ্রামের নাজিম উদ্দিন এর পুত্র মোঃ সাবু মন্ডল (৩০)।

প্রত্যক্ষদর্শী মারফত জানাযায়, সোমবার (৪ মার্চ) বিকাল ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় সংলগ্ন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পালিয়ে যেতে পারলেও মোটরসাইকেল চালক ও এক আরোহী আহত হন। পরে স্থানীয়রা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!