বোরহান উদ্দিন বিপ্লব/আদম আলী:
রাজবাড়ী জেলার কালুখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।
উদ্ধারকৃত গৃহবধ‚ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোঃ জহিরুল ইসলাম এর স্ত্রী জলি আক্তার (২২)। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মোঃ জাকির মন্ডল এর কন্যা।
ঘটনাস্থলে গেলে স্থানীয়দের মাধ্যমে জানাযায়, শনিবার (১ মার্চ) দিবাগত রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ৯ টার দিকে তার শ্বাশুড়ি ঘুম থেকে ডাকলে সারা শব্দ না পেলে আশপাশের লোক ডাকাডাকি করে। পরে স্থানীয়রা আসলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
ঐ গৃহবধুর মেজো বোন খাদিজা খাতুন জানান, বিগত ৫ বছর পূর্বে আমার বোনের বিবাহ হয়। বিবাহের পর থেকেই আমার বোনের সাথে শ্বশুরবাড়ীর লোকজনের সম্পর্ক ভালো ছিলো না। গত ১০ মাস পূর্বে আমার বোন জামাই সিঙ্গাপুর চলে যায়। বিদেশে যাবার পর থেকে আমার বোনের সাথে যোগাযোগ রাখতো না। আমার বোনের ৩ বছর বয়সি একটা কন্যা সন্তান আছে।
সংবাদ পেয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।