রাজবাড়ীর কালুখালীতে রতনদিয়া ইউনিয়নের কামিয়া গ্রামে বাইতুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রæয়ারী) বাদ মাগরিব এ মসজিদের শুভ উদ্বোধন করেন রসূলপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন, সূর্যমূখী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম, কলম প্রত্যন্দার, রব মাতুব্বর সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা উপস্থিত ছিলেন।
সার্বিক প্রচেষ্টায় দ্বীনের দায়ী ইমামুজ্জামান চৌধুরী (রিটো) উদ্বোধনকালে বলেন, আমার দাদি শিরিন নেছা খাতুন চৌধুরাণীর জমিদারী বেলগাছি পরগণার পৈত্রিক জমির উপর এ মসজিদের শুভ উদ্বোধন করা হলো। আমাদের পরিবারের সকল মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাই।