বোরহান উদ্দিন বিপ্লব:
রাজবাড়ী জেলার কালুখালীতে দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রæত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কালুখালী সরকারী কলেজ চত্ত¡রে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুত আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন এবং কলেজ চত্ত্বরে একটি র্যালী বের করা হয়।
পরে শিক্ষার্থীদের পক্ষে ইমন খোন্দকার, আসিফ মন্ডল, সাব্বির আহম্মেদ, জান্নাতুল ফেরদৌস ও মারিয়া আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ধর্ষন ও নারীর প্রতি সহিংসতার প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগীতা কামনা করেন এবং সকল ধরনের অন্যায় কাজ যেন না ঘটে তার প্রত্যয় ব্যক্ত করেন।