বোরহান উদ্দিন/ এনামুল হক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ লিয়াকত আলী বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। রাজবাড়ীতে বিএনপির কোনো গ্রুপিং চাই না। আমরা সকলে মিলেমিশে একসাথে দলীয় কাজ করতে চাই।
শনিবার (১৫ ফেব্রুয়ারী ) বিকাল ৫টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. রকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মো: শাহাজালাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, ধর্মীয় সম্পাদক মো: লোকমান হোসেন, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হুসাইন সাইফুল প্রমূখ।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান টিটো, ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খোন্দকার প্রমূখ বক্তব্য রাখেন।
পরে উপস্থিত বিএনপির কর্মী সমর্থকদের সমর্থনে রতনদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ জাকির সরকার, সাধারণ সম্পাদক হিসেবে মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সামছুল ইসলাম নির্বাচিত হন।
বার্তা প্রেরক