বোরহান উদ্দিন বিপ্লব/এনামুল মন্ডল:
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) বিকাল ৫টায় কালুখালী রেলস্টেশন প্রাঙ্গণে রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল হাসান রুমা, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মঞ্জুর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান টিটো, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ আজিজ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সাইফুল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। আওয়ামীলীগের সভানেত্রী পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।
পরে উপস্থিত বিএনপির কর্মী সমর্থকদের সমর্থনে রতনদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আবুল হাসেম মাষ্টার, সাধারণ সম্পাদক হিসেবে আবুল হাসেম খান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে লিটন মন্ডল নির্বাচিত হন।