নিজস্ব প্রতিবেদক:
দেশের জন্য নিজেদের অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের জন্য কাজ করার এখনই সময়। প্রত্যেক সরকারী কর্মকর্তাকে নিজেদের দায়িত্ব সৎ ভাবে পালন করতে হবে। অল্প অল্প করে আমরা সকলে মিলেমিশে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। রাজবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে সকলকে কাজ করতে হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) দুপুর ১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কালুখালী উপজেলার সরকারী কর্মকর্তা, সূধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথাগুলো বলেন রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান, সহকারী কমিশনার পলাশ উদ্দিন, সহকারী কমিশনার (ভ‚মি) কালুখালী শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্ম্ন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, নির্বাচন অফিসার মোঃ সাইফুদ্দিন, কালুখালী প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে কালুখালী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।