নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীলীগের কর্মীরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করার প্রতিবাদে বৃহস্পতিবার (০৬ ফেব্রæয়ারী) সন্ধ্যায় সোনালী ব্যাংক মোড় থেকে বের হয়ে স্টেশন বাজার পদক্ষিণ করে রতনদিয়া বাজারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে রতনদিয়া মধ্য বাজার পাঁচ রাস্তার মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, যুবদলনেতা রফিকুল ইসলাম রকি, কাজী সজিব, রতনদিয়া ইউপি যুবদলের সভাপতি হানিফ মন্ডল, বোয়ালিয়া ইউপি যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, কালিকাপুর ইউপি যুবদলের সভাপতি গোলাম আজম, সাওরাইল ইউপি যুবদলের সভাপতি হাফিজুর রহমান, মদাপুর ইউপি যুবদলের সভাপতি মোস্তফা ফকির, মাজবাড়ী ইউপি যুবদলের সভাপতি কাজী জহিরুল ইসলাম এছাড়াও ছাত্রদল নেতা মিজানুর রহমান লিমন, মোঃ আসাদ মোল্লা, মোঃ তারা, ও কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সাগর সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভে নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদীর দোসরদের যে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য করতে এলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান।