নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামিক শ্রমিক আন্দোলন রাজবাড়ী জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।
সোমবার ৩ ফেব্রুয়ারি ইসলামী শ্রমিক আন্দোলন কালুখালী ও বালিয়াকান্দি সিমান্তবর্তী সোনাপুর আঞ্চলিক কার্যালয়ে বিকাল তিনটায় সূরা অধিবেশন শুরু হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ হযরত মাওলানা গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় অর্থ প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ এর সাধারণ সম্পাদক কারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী প্রধান উপদেষ্টা নূর মোহাম্মদ মিঠু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম মিলন আবু রায়হান গিফারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য আব্দুর রহিম আল মাহমুদ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে সভাপতি হিসেবে হাফেজ মোস্তাফিজুর রহমান সেলিম, সহ-সভাপতি হিসেবে মোঃ মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ সওদাগরকে নির্বাচিত করা হয়। অতি দ্রুত ৩৫ সদস্যের বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির গঠন করার অনুরোধ করা হয়।