রাজবাড়ীর কালুখালীতে রতনদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় কালুখালী রেলস্টেশনে জামায়াতে ইসলামী রতনদিয়া ইউনিয়ন শাখার আমীর মাওঃ রায়হান কবীর (কুতুব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মোঃ হারুণ অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে জেলা বাইতুলমাল সেক্রেটারী ফেরদাউসর রহমান, জেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ সোলাইমান মুন্সি, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুর রব, সেক্রেটারী মোঃ আবু সাঈদ মোল্লা, পাংশা পৌরসভা ৮নং ওয়ার্ডের সভাপতি মাওঃ মোঃ এনামুল হক, কালুখালী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ এখলাছুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ সিদ্দিকুর রহমান, সেক্রেটারী মাওঃ আব্দুল মান্নান, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল মতিন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হাফেজ মাওঃ ফিরোজ হোসেন এর সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কালুখালী উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আব্দুল মাজেদ।