রাজবাড়ীর কালুখালীতে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওঃ খোন্দকার আঃ মান্নান এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানাযায়, গত ২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শত শত মানুষের উপস্থিতিতে মাওঃ নূর উদ্দিন এর ইমামতিতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামায পূর্বে তার স্মৃতিচারণে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই প্রকৌশলী খোন্দকার আঃ হান্নান, বড় ছেলে খোন্দকার নাজমুস সালেহীন, ছোট ছেলে খোন্দকার মুস্তাফিজুর রহমান এছাড়াও প্রকৌশলী নিয়ামত খান, এ্যাডঃ আব্দুর রাজ্জাক খান, কেএম আইনুল হাবীব, খোন্দকার মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাফেজ মাওঃ আব্দুল মালেক, অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম, ধর্মীয় শিক্ষক আবুল কালাম আজাদ, আব্বাস উদ্দিন ও মোঃ ইসারত আলী খান প্রমূখ।
জানাযা নামাজ শেষে তার নিজ গ্রাম রতনদিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন কার্য করা হয়। মরহুম তার অগোচরে ২পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।