পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জিয়া পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ এ.আর মাহমুদুল হক রোজেন এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, হাবাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আ: লতিফ খান, জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এম,এ জিন্নাহ, জিয়া পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি আ: কুদ্দুস সহ প্রমুখ। আলোচনা সভা শেষে জিয়া পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম,এ জিন্নাহ, সাধারণ সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক আ: কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. আবুল হোসেন কলেজের প্রভাষক আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয় । আগামী কয়েকদিনের মধ্যে জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌরাট ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আ: রহমান মুন্সী, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, পাট্টা ইউনিয়ন বিএনপি নেতা মুরাদ বিশ্বাস ও উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।