রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে ভন্ড মৌলবী নূরুল কাউয়ুম (খোকন) ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক গত ১৮ অক্টোবর রসূলপুর পূর্বপাড়া জামে মসজিদের মুসল্লী ও ইমাম সাহেব এর উপর হামলা প্রতিবাদ ও তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ অক্টোবর) বাদ আসর সোনাপুর বাজারের আল কুরআন চত্ত¡রে ইসলামি শ্রমিক আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান সেলিম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওঃ আব্দুল মালেক, ইসলামি আন্দোলন বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুফতি রইস উদ্দিন, সাধারণ সম্পাদক মাওঃ নাজিবুল্লাহ, নবাবপুর ইউপি ইমাম কমিটির সভাপতি মাওঃ ইয়াসিন, সোনাপুর বাজার মসজিদের ইমাম ও খতিব সামসুদ্দিন হাব্বানী ও নবাবপুর ইউনিয়ন ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ শরিফ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা অতিদ্রæত ভন্ড মৌলবী নূরুল কাউয়ুম (খোকন) ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক ইমাম ও মুসল্লীদের উপর হামলা ও মসজিদের মাইক সেট ভাংচুরের সাথে জড়িত সকলকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।