সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা বিজয়ী দশমীর মাধ্যমে রাজবাড়ীর কালুখালীতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) উপজেলার ৭টি ইউনিয়নের ৫৭টি মন্ডপে অনুষ্ঠিত দূর্গাপূজা সুবিধা জনক স্থানে বিসর্জন দেওয়া হয়েছে। উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থানা সংলগ্ন চন্দনা নদীর ঘাটে রতনদিয়া বাজার সার্ব্বজনীন দূর্গা মন্দির ও রতনদিয়া হালদারপাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্দির সহ স্থানীয় কয়েকটি মন্দিরের প্রতিমা এ ঘাটে বিসর্জন দেওয়া হয়।
এসময় উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত, তনয় চক্রবর্তী শম্ভু, হালদারপাড়া মন্দিরের সভাপতি যোগানন্দ হালদার, বাজার মন্দিরের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সাহা এছাড়াও নিহার রঞ্জন চক্রবর্তী ও রঞ্জন কুমার বসু সহ সনাতন ধর্মের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবছরে উপজেলার ৫৭টি মন্দিরে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান এর সার্বিক তত্ত¡াবধানে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পূজা উদযাপণ সহ প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।