রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক দফা দাবীতে মানবন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বুধবার (২ অক্টোবর) বিকাল ৪টায় চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে ৭৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমাদের এক দফা এক দাবি প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নে দ্রæত পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা বরাবর অনুরোধ করেন।
মানববন্ধনে কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুর্শিদুর রহমান (বুলু), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান গগন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আব্দুল মান্নান, পরিমল কুমার সাহা, সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম, রহমত আলী খান, সাখাওয়াত হোসেন, আব্দুল খালেক, আমেনা খাতুন, বজলুর রহমান, সহকারী শিক্ষক ফিরোজ হায়দার, জাহাঙ্গীর হোসেন, সোলাইমান হোসেন, আক্তারুজ্জামান, ওবায়দুর রহমান, নাসির উদ্দিন, রোজিনা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দরা কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।