Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক

লেবাননে প্রবেশ করেছে ইস-রায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
গত কয়েকদিন ধরে লেবাননে বিমান হা-মলার পর এবার স্থল হামলা শুরু করেছে ইসরা-য়েল। মঙ্গলবার (১ অক্টোবর) লেবাননে প্রবেশ করে ইস-রায়েলি সেনাবাহিনী। এক বার্তায় ইসরা-য়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, নির্দিষ্ট স্থানে সীমিত আকারে এ অভি-যান পরিচালিত হবে।
এক সপ্তাহেরও বেশি ইসরায়েলের তীব্র বিমান হাম-লায় হিজ-বুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরু-ল্লাহসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এসব হামলার পর হিজ-বুল্লাহর সামরিক অবকাঠামো কতটা অক্ষত রয়েছে তা এখনই বলা কঠিন।
দক্ষিণ বৈরুতে হিজবু-ল্লাহর শক্ত ঘাঁটি দাহিহের বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কয়েক ঘণ্টা আগে ইস-রায়েল একটি নতুন সতর্কবার্তা পাঠিয়েছে। সতর্কবার্তা পাঠানোর আধা ঘণ্টার মধ্যেই প্রথম হামলা চালানো হয়।
স্থল অভি-যানের বিষয়ে মার্কিন কর্মকর্তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। আইডিএফ স্থল অভিযানের বিষয়টি নিশ্চিত করার পর হোয়াইট হাউস থেকে এখনো বক্তব্য পাওয়া যায়নি।
ইস-রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘আকাশ, সমুদ্র ও ভূমিতে’ইসরা-য়েল বাহিনী অভিযান চালাতে প্রস্তুত।
হিজবুল্লাহ ডেপুটি কমান্ডার নাঈম কাসেম বলেছেন, ইসরা-য়েলি স্থল অভিযানের বিরুদ্ধে আমাদের বাহিনী তৈরি আছে। এই যু-দ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার হুশিয়ারি দেন তিনি।
লেবাননের জনগণ হিজ-বুল্লাহ ও ইস-রায়েলের মধ্যে তিক্ত সংঘ-র্ষের আশঙ্কা করছে। দেশটির জনগণের আশঙ্কা, সামগ্রিকভাবে দেশটি ভয়াবহ সংঘা-তে জড়িয়ে পড়তে পারে।
ব্রাসেলসভিত্তিক সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার বলেন, লেবানন সীমান্তে ইসরা-য়েলি বাহিনীর আকার বাড়ছে। সীমিত স্থল অভিযানের পরিবর্তে সম্ভবত দক্ষিণ লেবাননে হিজবু-ল্লাহকে নির্মূল করার পরিকল্পনা করছে ইস-রায়েল।
তিনি বলেন, ইস-রায়েলিরা আমাদের যা বলছে তাই সব নয়। ওপেন সোর্স (গোয়েন্দা তথ্য) থেকে জানা গেছে, ইসরা-য়েল কমপক্ষে ১৮টি ব্রিগেড প্রস্তুত করেছে। সীমান্তে ৭০ হাজার থেকে এক লাখ সৈন্য সমাবেশের কথা জানা গেছে।
এই নিরাপত্তা বিশ্লেষক দাবি করেন, হিজ-বুল্লাহ মূলত ক্ষেপণাস্ত্র ও বিশেষ বাহিনী নিয়ে গঠিত। ইসরা-য়েল বিশ্বাস করে যে তারা ক্ষেপণাস্ত্র ইউনিটের কমপক্ষে ৫০ থেকে ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে। এখন ইস-রাইল স্থল অভিযান চালিয়ে বিশেষ বাহিনীকে ঘিরে ফেলতে চায়।
তবে, ম্যাগনিয়ার মনে করেন, এই অভিযান গা-জার মতো হবে না।
সূত্র: আল-জাজিরা ও বিবিসি

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!