রাজবাড়ীর কালুখালীতে নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান এর সাথে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অফিসার ইনচার্জ এর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাাদক মেহেদী হাসান তোতা, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জাঁমাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পিয়াস হোসেন, দপ্তর সম্পাাদক মনোয়ার হোসেন (রবিন), চৌধুরী তানভীর, আল আমিন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খোন্দকার ও সাধারণ সম্পাদক আসিফ মন্ডল সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে সকলের উদ্দেশ্যে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতায় কালুখালী থানা এলাকায় মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং সহ সকল অন্যায় কাজ থেকে বিরত রাখতে সকলে মিলেমিশে কাজ করতে হবে।