বিশেষ প্রতিবেদক:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৫ জনের নিকট থেকে ২১ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন এক প্রতারক।
গতকাল সোমবার ( ১০ জুন) ভুক্তভোগী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের মোঃ খলিল খান এর পুত্র মোঃ চুন্নু খান এ প্রতিনিধিকে জানান, একই উপজেলার নবাববাড়ী গ্রামের মোঃ জিয়া এর পুত্র মোঃ রায়হান মালয়েশিয়া পাঠানোর কথা বলে বিগত ২ বছর আগে আমার নিকট থেকে ৪ লক্ষ ২০ হাজার টাকা নেয়। এছাড়াও উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের মজিবর, একই গ্রামের শামা মন্ডল এর পুত্র আতিয়ার, ইন্দুরদি গ্রামের খলিল মন্ডল এর পুত্র ও কালুখালী উপজেলার বড় কলকলিয়া গ্রামের মান্নান মোল্লার পুত্র সাব্বির এর নিকট থেকে আমার মাধ্যমে ১৬ লক্ষ ৮০ হাজার টাকা ব্যাংক ও বিকাশ এর মাধ্যমে নিয়েছে। ব্যাংকের রশিদ আমাদের নিকট আছে। পরে ভিসা দেওয়ার কথা বলে আজ দেই, কাল দেই বলে দিচ্ছে না আবার আমাদের টাকা ফেরত দিচ্ছে না। প্রতারক রায়হান ঢাকাতে অবস্থান করছে। আমরা যোগাযোগ করলে টাকা ফেরত দেবে না বলে জানিয়েছে এবং টাকা চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় গত ২২/০২/২০২৪ ইং তারিখে আমি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছি। অভিযোগের পরে সে আরও ক্ষিপ্ত হয়ে আমাদের অকথ্য ভাষায় গালাগালি ও তুলে নিয়ে গুম করে দেওয়ার হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
প্রতারণায় বিষয়ে জানতে মোঃ রায়হান এর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।