নিজস্ব প্রতিবেদক:
আর্ত মানবতার সেবায় কাজ করে এলাকায় খ্যাতি অর্জন করেছে মিটন জাগ্রত যুব সংঘ। প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের খাদ্য সহায়তা, গরীব দুঃখী মানুষের মাঝে মাসিক সাহায্য, শীতকালে শীতবস্ত্র বিতরণ, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ, রাস্তা মেরামত, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগীতা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের মিটন গ্রামে তরুণ উদীয়মান কয়েকজন ব্যক্তির উদ্যোগে ২০২১ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।
পবিত্র রমজান উপলক্ষ্যে গত ১০ মার্চ মিটন গ্রামের অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সোমবার (১৮ মার্চ ২০২৪) সংগঠনের সভাপতি শাকিল আহম্মেদ এর সাথে কথা হলে তিনি জানান, একটি সমাজকে বদলে দিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে একত্রিত হয়ে মানুষের কল্যানে কাজ করে আসছি। মিটন সহ আশপাশের গ্রামের মানুষ যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাধ্য অনুযায়ী সহযোগীতা করা হবে। সংগঠনের গতিশীলতা বজায় রাখার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।