Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সকাল ৯টায় চাঁদপুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ: জাহাঙ্গীর হোসেন, সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মুক্তিযোদ্ধা কামন্ড কাউন্সিলের পক্ষে সাবেক কমান্ডার আকামত আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, কালুখালী থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন সহ অন্যান্যরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইস্রাত জাহান উম্মন, পাংশা হাইওয়ে থানার পক্ষে এসআই একেএম হাসানুজ্জামান সহ অন্যান্যরা, কালুখালী সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুন্সি মাহবুবুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কালুখালী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পুষ্পমাল্য অর্পন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব হাফেজ মোঃ ইমরুল হাসান।

এরপর সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত¡রে শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। শেষে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!