নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আগামী মে মাসের ৪ তারিখে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচেন অনুষ্ঠিত হবে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন।
এরই মধ্যে প্রার্থীরা নিজ নিজ অবস্থানে থেকে প্রার্থীতা জানান দিয়ে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীরা প্রচার চালাচ্ছেন।
উপজেলা গঠিত হবার পর তৃতীয় বারের মত অনুষ্ঠিত এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা শেখ মোঃ রিপন।
বিগত দিনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কালুখালী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের ব্যাপারে আলাপকালে তিনি জানান, ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে আসছি। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল এর দিক নির্দেশনায় কাজ করে আসছি। আগামী নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। মাঠে সকলের সাড়া পাচ্ছি। আশা করি নির্বাচনে জয়ী হতে পারবো। নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের দূর্গোরায় নাগরিক সুযোগ সুবিধা দিয়ে তাদের পাশে থাকতে চাই এছাড়াও কালুখালী উপজেলার সকল ইউনিটের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।