আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলাধীন কালুখালীতে সূর্যোদয় সংঘের আয়োজনে ৩দিন ব্যাপী একুশে বই ও শিক্ষা সাংস্কৃতি মেলা সমাপ্ত হয়েছে।
উপজেলা শহরের আয়না আদর্শ একাডেমীতে ২১,২২ ও ২৩ শে ফেব্রæয়ারী ৩দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২৩ ফেব্রæয়ারী) সমাপনী দিনে অতিথি হিসেবে বিভিন্ন স্টল পরিদর্শন করেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। এসময় কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা এছাড়াও সূর্যোদয় সংঘের সাবেক সভাপতি আল হেলাল রনি, সংঘের অন্যান্যের মধ্যে বাপ্পারাজ, নাইম হোসেন, মোঃ সাব্বির, হৃদয় গোস্বামী, স্বরণ, বিপ্লব সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরে আকাশ নির্ঝর ও তুরান এর উপস্থাপনায় ৩ দিন ব্যাপী দেশত্ববোধক গান সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।