রাজবাড়ী জেলাধীন কালুখালীতে গভীর শ্রদ্ধাভরে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে এ উপলক্ষ্যে ঐ দিন রাত ১২টা ১ মিনিটে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল সহ অন্যান্যরা, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন এর নেতৃত্বে প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, কৃষি অফিসার পূর্ণিমা হালদার সহ অন্যান্য অফিসার বৃন্দ।
এর পর উপজেলা পরিষদ, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন নেতৃত্বে এসআই জাকির হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, পাংশা হাইওয়ে থানার পক্ষে এসআই হাসানুজ্জামান সহ অন্যান্যরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্ম্ন সহ অন্যান্যরা, কালুখালী সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুন্সি মাহবুব, কালুখালী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ শিকদার মমতাজ এর নেতৃত্বে অন্যান্যরা, কালুখালী প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও হাসমত আলী সহ অন্যান্যরা, উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে মাহমুদ সুমন, শেখ মোঃ রিপন, সাগর মন্ডল, রজ্জব হোসেন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর লতিফ এর নেতৃত্বে ইউপি সদস্য মোক্তার হোসেন, লালচাঁদ আলী, রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক নির্মল সাহার নেতৃত্বে রনজয় কুমার বসু, রফিকুল ইসলাম লাভলু সহ অন্যান্যরা, সূর্যোদয় সংঘের পক্ষে সংগঠনের সদস্যবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করে।
পরে দিনের কর্মসূচী হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, অফিসার্স ক্লাবে স্বেচ্ছায় রক্তদান, ভাষা আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরনীর মাধ্যমে দিনটি সমাপ্ত হয়।