রাজবাড়ী জেলাধীন কালুখালীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালুখালী রাজবাড়ী এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী আবুল কালাম আজাদ।
এ সময় অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী আবু মাসুদ সিদ্দিকী, এছাড়াও উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাঈমুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মসলার নতুন জাত সম্পর্কে বিজ্ঞানভিত্তিক উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়