কালুখালী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে কৃষকের গোয়ালঘর থেকে ২টি গরু চুরির অভিযোগ পাওয়া গিয়েছে। গত ৪ ফেব্রæয়ারী এ ব্যপারে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গরুর মালিক।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত মনতাজ পাটুয়ারী এর পুত্র মোঃ আবুল কালাম এর নিজ বাড়ীতে ২টি লাল রংয়ের দেশি গরু লালন পালন করতেন। গত ৪ ফেব্রæয়ারী দিবাগত রাতে গোয়াল ঘরে রেখে তালা দেওয়া হয়। পরে রাত ৫ টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘর খোলা, শিকল কেটে গরু ২টি নিয়ে গেছে। পরে আশপাশে খোঁজাখোঁজি করে কোথাও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
বুধবার (৭ ফেব্রæয়ারী) মোঃ আবুল কালাম সংবাদিকদের বলেন, গরু ২টি ছিলো আমার সহায় সম্বল। কে বা কারা আমার গরু দুটি চুরি করে নিয়ে আমাকে নিঃস করে দিয়ে গেল। আমি গরু দুটি ফেরত চাই।
এ ব্যপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গরু দুটি উদ্ধারে আমরা কাজ করছি।