কালুখালীতে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর জেলা ব্যবস্থাপক মরহুম জামাল উদ্দিনের ফাতেহা অনুষ্ঠিত
কালুখালী প্রতিনিধিঃ কালুখালীতে সন্ধানী লাইভ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর রাজবাড়ী জেলা ব্যবস্থাপক মরহুম জামাল উদ্দিন শেখের ফাতেহা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১ টায় কালুখালী শাখা অফিসে এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ফরিদপুর জোনাল অফিসের এসভিপি এম এ আজিজ মুন্সী, ম্যানেজার তাপস কুমার শাহা, ডেপুটি ম্যানেজার মাওলানা কামরুজ্জামান এছাড়াও গোয়ালন্দ শাখার ডিজিএম তপন কুমার সরকার, রাজবাড়ী মডেল শাখার এ জি এম যুগল কুমার সরকার, রতনদিয়া শাখা অফিসের হিসাব রক্ষক ফারজানা খানম,বি এম মোঃ ফজলুল হক, মোঃ জিয়াউর রহমান, অন্যান্যের মধ্যে আলমগীর হোসেন, মর্জিনা খাতুন, সাথী পারভীন, মমতাজ বেগম ও জেসমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআনে খতম শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রায়হান কবির কুতুব,হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ও হাফেজ ফিরোজ হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর পক্ষ থেকে মরহুম জামাল উদ্দিনের নামে গ্রুপ বীমা বাবদ নমিনী তার স্ত্রী ও সন্তানের হাতে ৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য মরহুম জামাল উদ্দিন গত রবিবার দুইটার দিকে স্টকজনিত কারণে মৃত্যুবরণ করেন।