গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কে সংবর্ধনা দিয়েছে কালুখালী উপজেলার সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি পুষ্পমাল্য অর্পন করেন।
এসয় সংক্ষিপ্ত এক পথসভায় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেজন্য আজ আমি মন্ত্রী হতে পেরেছি। প্রধানমন্ত্রী রেল কে প্রতিটি জেলায় নিয়ে যেতে কাজ করছেন। ইতিমধ্যে নতুন নতুন জেলা রেললাইন নির্মাণ কাজ চলমান রয়েছে। আমি দায়িত্ব পাবার পর তিন দিন অফিস করেছি। কালুখালী জংশন স্টেশনে সকল ট্রেনের স্টপেজ দেবার ব্যপারে কথা হয়েছে। আশা করছি অতিদ্রæত স্টপেজ দেওয়া হবে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমার বাসায় যাবেন এবং আমার সংসদ সদস্য ভবনে যাবেন।
পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লা আল মামুন, অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, জেলা পরিষদ সদস্য মোঃ ইউসুফ হোসেন, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, রতনদিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আঃ লতিফ, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।