Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে সালেহা সামাদ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে সালেহা সামাদ হাসপাতালের সাফল্যের ৯ বছর পেরিয়ে ১০তম বছরে পদার্পণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কালুখালী থানার প‚র্বপার্শ্বে অবস্থিত এ হাসপাতালে ফ্রি ক্যাম্প উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের প্রোঃ ডাঃ এস এম আবু হোসাইন, তিনি তার বক্তব্য বলেন এলাকার মানুষের সহযোগিতায় সালেহা সামাদ হাসপাতাল এগিয়ে আজ ১০ বছর প‚র্ন হতে যাচ্ছে। আমি এলাকার মানুষের কাছে চির কৃতজ্ঞতা জানাই। আমি আমার সাধ্য অনুযায়ী মানুষের ভালোবাসা নিয়ে সেবার মাধ্যমে এগিয়ে যেতে চাই । আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার হাসপাতালের ডাঃ নার্সদের সাথে নিয়ে শৃংখলার সাথে মানুষের সেবা দিতে পারি।

এ সময় অন্যন্যের মধ্যে কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন। ক্যাম্পে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন হাসপাতাল পরিদর্শন করেন।

ফ্রি ক্যাম্পে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ হাসপাতালে রোগী দেখেন পেন এন্ড প্যারালাইসিস বিশেষজ্ঞ বিএসপিটি (ডি ইউ),এম এস (ফিজিও) প্রোফেসর আব্দুর রহমান, জেনারেল চিকিৎসক এম,বি,বি,এস (সিএমইউ আল্ট্রা) ডাঃ আল- আমিন, এমপিএইচ,সিএমইউ(আল্ট্রা) ডাঃ রাহাত খান নাবিল, ও ডিওএলভি(চক্ষু) ডাঃ মোঃ ইমরুল ইসলাম।

উল্লেখ্য ফ্রি চিকিৎসা শেষে উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য আজীবন (বছরে একবার) ফ্রি মেডিকেল চেকআপের জন্য হেলথ কার্ড বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার চক্ষু, শিশু ও মেডিসিন সহ সব ধরনের রোগীদের ফ্রি চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। ২১ ডিসেম্বর-৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের সেবায় ২০% ছাড়ে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!