Newsun24

Most Popular Newsportal

জাতীয়

কালুখালীতে ৭দিন ব্যাপী গাভী পালন প্রশিক্ষণ উদ্বোধন

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ৭দিন ব্যাপী গাভী পালন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া সাথী পারভীন এর বাড়ীতে ৩০জন যুবদের অংশগ্রহণে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ উদ্বোধন করেন যুব উন্নয়ণ কর্মকর্তা দেওয়া মুহঃ জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনকালে তিনি উপস্থিত সকলকে মনোযোগ সহকারে গাভী পালনের প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী হতে বলেন। বেকার না থেকে নিজ নিজ অবস্থানে থেকে আধুনিকভাবে উদ্যোক্তা হতে হবে এবং নিজের পায়ে দাড়াতে হবে। এছাড়াও তিনি প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের ব্যপারে সচেতনমূলক বক্তব্য প্রদান করে বলেন আপনারা নিজের সন্তানের প্রতি নজর রাখবেন। কোথায় গেলো, কি করলো, কার সাথে থাকলো। একজন আদর্শ নাগরিক হিসেবে আপনার সন্তানকের গড়ে তুলুন।

এসময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাগর কুমার দাস, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ও যুব উন্নয়ন অফিসের হিসাব রক্ষক মোঃ নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!