নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে গভীর শ্রদ্ধায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ঐ দিন সকাল ৮টায় উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আঃ খালেক সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে , কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষে স্টেশন অফিসার মোঃ বাকি বিল্লাহ ও অন্যান্য সদস্যবৃন্দ, পাংশা হাইওয়ে থানার পক্ষে এসআই জুয়েল সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, কালুখালী প্রেসক্লাবের পক্ষে সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক হাসমত আলী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, কালুখালী সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হাসান এর নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, কালুখালী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ মমতাজ বেগমের নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিহাব উদ্দিন মোল্লা সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি আতিউর রহমান নবাব ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ, উপজেলা যুবলীগের পক্ষে আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবির নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে সভাপতি সোহেল রানা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ এছাড়াও অগ্রণী ব্যাংক, রুপালী ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
পরে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ান উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন, অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট আকামত আলী মন্ডল। পরে তারা এসআই হাসানুজ্জামান এর প্যারেড কমান্ডে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য, আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মার্চপাষ্ট সালামী গ্রহণ করেন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার এর পরিচালনায় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।