রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত¡রে প্রথমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে এ উপলক্ষ্যে সকলের অংশগ্রহণে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
র্যালী পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আলী জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইস্রাত জাহান উম্মন, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, এনজিও ওয়েড এর নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ফাতেমা পারভীন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আজিজুল ইসলাম শাহ আজিজ এর সঞ্চালণায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা রাণী কর্মকার, কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ বাকি বিল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক মাহমুদ রানা চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এমএ মান্নান, ওহিদুজ্জামান মৃধা ও সদস্য রফিকুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।