সংসদীয় আসন ২১০নং রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সহকারী রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এর নিকট মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এছাড়া রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান এর নিকট স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের মনোননীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, মুক্তিজোটের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালেক মন্ডল, জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ শফিউল আজম খান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফজলুল হক।
এছাড়াও রাজবাড়ী-১ আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।