৬ষ্ঠ বারের মত রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় রাজবাড়ীর কালুখালীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কে সংবর্ধনা দিয়েয়ে কালুখালী উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ৬ষ্ঠ বারের মত মনোনয়ন দেওয়ার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারের নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আবারও শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী বানাতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ তারিখে ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে এখন থেকেই আপনাদেরকে কাজ শুরু করতে হবে। নির্বাচন অত্যান্ত স্বচ্ছ ও প্রতিদ্বন্দিতাপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। নৌকা মার্কাকে বিজয়ী করতে আপনারা গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিয়ে ভোট চাইবেন।
এসময় রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদ সদস্য মোঃ ইউসুফ হোসেন, ব্যারিস্টার মেহেদী হাসান, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট আকামত আলী মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আলী মোল্লা, রাকিবুল ইসলাম লাবু, সদস্য সেলিম উর রেজা, জামির হোসেন জয়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন, সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।