বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল
রাজবাড়ী-২ আসনে পুনরায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় রাজবাড়ীর কালুখালীতে আনন্দ মিছিল করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে প্রার্থীদের নাম ঘোষণা করার পর কালুখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করে রতনদিয়া অরুনগঞ্জ বাজার পদক্ষিন করে রেলওয়ে স্টেশন চত্ত¡রে এসে সমাপ্ত হয়।
মিছিলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডলের নেতৃত্বে উপজেলা যুবলীগের সদস্য সেলিম উর রেজা, মইনুল ইসলাম হিমেল, রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রজব আলী, ইলিয়াস হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিলে আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কে নির্বাচিত করার আহবান জানান।