রাজবাড়ীর কালুখালীতে ধান ক্ষেত থেকে কৃষকের হাতে একটি মেছো বাঘ আটক হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম থেকে বাঘটি আটক করা হয় বলে জানায় জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির।
স্থানীয়দের বরাতে জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির- বলেন, কৃষক আবজাল শেখ তার জমিতে ধান কাটছিল। সে সময় তিনি তার ধান ক্ষেতে একটি প্রাণী দেখে বাঘ বাঘ বলে চিৎকার করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে মেছো বাঘটি আটক করে শিকল দিয়ে বেধে রেখে বন বিভাগকে খবর দেয়।
স্থানীয় রাকিব আল হাসান বলেন, আবজাল শেখ যখন বাঘ বাঘ বলে চেচিয়ে উঠলে আমার কাকা ধান ক্ষেতের দিকে দৌড় দেয়। আমার আব্বা আমাকে যেতে দিচ্ছিল না। আমি আব্বার কথা না শুনে দৌড় দিই। পরে সেখানে গিয়ে খুব সর্তকভাবে বাঘটি ধরি আমরা।
জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির আরও বলেন, স্থানীয়রা মেছো বাঘ বললেও আসলে এটি মেছো বিড়াল। আটককৃত মেছো বিড়ালটির উচ্চতা কত ফুট এবং লম্বায় কত ফুট হবে সেটা বলতে পারছি না । তবে সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখোমন্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। মেছো বিড়ালটি উদ্ধারের জন্য আজকে (২৫ নভেম্বর) আমাদের একটি টিম পাঠানো হয়েছে।