মাসুদ রেজা শিশির:
রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাতুরিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসাবে পুরুস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ।
এ ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, কালুখালী উপজেলার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আকামত আলী, শাওরাইল ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসর মোঃ কামাল হোসেন, বিশিষ্ঠ সমাজসেবক রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, পাতুরিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি খায়রুল হাসান মিন্টু, পাতুরিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা পারভীন প্রমুখ।
পাতুরিয়া গড়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ ছবিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ ফাইনাল খেলায় জোকা যুব সংঘ ফুটবল একাদশকে ১-২ গোলে পরাজিত করে হাট শৃংলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। পরে বিজয়ীদের হাতে টফি তুলে দেওয়া হয়।