রাজবাড়ী জেলাধীণ কালুখালীতে নকল, ভেজাল, রেজিষ্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ, রেজিষ্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধ এবং ঔষধ কসমেটিকস্ আইন ২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশহাট মোড়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর ফরিদপুর এর আয়োজনে বাংলাদেশ কেমিস্টি এন্ড ড্রাগিস্ট সমিতি কালুখালী এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত উপজেলার বোয়ালিয়া ও মৃগী ইউনিয়নের সমিতির সদস্যদের অংশগ্রহণে এ অবহিতকরণ সভায় সমিতির সহ-সভাপতি ডালিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ঔষদ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয় ফরিদপুর মোঃ শরিফুল ইসলাম মোল্লা, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সালেহা সামাদ হাসপাতালের পরিচালক ডাঃ আবু হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম অন্যান্যের মধ্যে সমিতির বোয়ালিয়া ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবু অপূর্ব কুমার বিশ্বাস, মোঃ বাদশা, মোঃ আব্দুর রব ও অরুণ কুমার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ঔষদ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয় ফরিদপুর মোঃ শরিফুল ইসলাম মোল্লা বলেন, ভেজাল কসমেটিকস্, ভেজাল ঔষধ ও এন্টিবায়োটিক ব্যবহার থেকে সকলকে বিরত থাকতে হবে। বর্তমানে রেজিস্টার্ড ডাক্তারগণ কসমেটিকস্ পণ্য ব্যবস্থাপত্রে লিখতে পারবেন। এছাড়াও সার্জিকাল পারমিশণ, মেডিকেল যন্ত্রপাতি অনুমতি দিতে পারবেন। যদি কেউ আনরেজিস্টার্ড ঔষধ উৎপাদন করে তাকে গ্রেফতার করে ১০ বছরের কারাদন্ড প্রদান করা হবে। বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার থেকে সকলকে বিরত থাকতে বলেন।