রাজবাড়ী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালুখালী সরকারী কলেজের ৫৪ জন শিক্ষক-কর্মচারী সরকারীভাবে যোগদান করেছেন।
রবিবার (৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হোসেন এর নিকট যোগদানপত্র জমা প্রদান করেন।
জানাযায়, সরকার ঘোষিত ২০১৬ সালে উপজেলা সদরে একটি করে কলেজ জাতীয়করণের কার্যক্রম শুরু হয়। পরবর্তী ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি জাতীয়করণ হয়। দীর্ঘদিন পর বিভিন্ন কার্যক্রম শেষে গত বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩ ইং) শিক্ষা ভবনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে আবুল হোসেন নিয়োগ পেয়ে দায়িত্বপ্রাপ্ত হন।
শিক্ষক-কর্মচারীদের যোগদান অনুষ্ঠানের পূর্বে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ কে কলেজের শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। কলেজটি জাতীয়করণ কার্যক্রম সম্পন্ন করার কাগজপত্রাদি প্রস্তুত করার সহায়তা প্রদান করার জন্য জন্য প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কলেজের শিক্ষকমন্ডলীর মধ্যে উপাধ্যাক্ষ ১জন, শিক্ষক ৩৯জন ও অশিক্ষক কর্মচারী ১৪জন এদের মধ্যে ১জন প্রভাষক এবং একজন কর্মচারী মৃত্যুবরণ করেছেন তবে তারা পরবর্তী সকল জাতীয়করণের সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
জাতীয়করণ হওয়ায় সকল শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসব মূখরভাবে আনন্দ উল্লাস করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।