Newsun24

Most Popular Newsportal

জাতীয়

কালুখালীতে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন

” সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ৪ নভেম্বর রাজবাড়ী জেলাধীন কালুখালীতে জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন অনুস্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ কালুখালী রাজবাড়ী এর আয়োজনে এই উপলক্ষে ঐদিন সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং ১১ টায় বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় সহকারী কমিশনার( ভূমি) মেহেরুন্নাহার কালুখালী রাজবাড়ী এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার, অতিথি হিসেবে উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন,দোয়েল ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ হামিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যন্যের মধ্যে সহকারী অধ্যাপক খোন্দকার হাফিজুর রহমান,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) সুতপা কর্মকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এস আই প্রদিপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা সমবায় এর মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব।

উল্লেখ করে প্রধানমন্ত্রীর বক্তব্য ২০৪১রুপকল্প বাস্তবায়নে সমবায় এর বিশেষ গুরুত্ব,এছাড়াও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সমবায়ের অগ্রাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও টেকসই উন্নয়নকে সুনিশ্চিত করতে সমবায়ের আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রাখার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে ৫টি সমিতি ও ১ জন সমবায়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!