রাজবাড়ী জেলাধীন কালুখালীতে শেখ রাসেল দিবস ২০২৩ নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৮ অক্টোবর বুধবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত¡রে পুষ্পস্তবক অর্পণকালে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইস্রাত জাহান উম্মন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, অঞ্জলী রানী প্রামানিক, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট আকামত আলী মন্ডল, সহকারী প্রোগ্রামার আইসিটি মোঃ মিলন হোসেন।
উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের সহ অন্যান্যরা, কালুখালী থানার পক্ষে অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, এসআই নুরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, পাংশা হাইওয়ে থানার পক্ষে সার্জেন্ট মাহমুদুন্নবী সহ অন্যান্যরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বাকিবিল্লাহ সহ অন্যান্যরা। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওঃ ইমরুল কায়েস।
সকাল ১০ টায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান দর্শন ও উপভোগ শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।