রাজবাড়ী জেলাধীন কালুখালীতে প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি, গম, পেঁয়াজ, ভুট্টা, চিনাবাদাম, মুগ, সূর্য্যমূখী ফসলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালুখালী রাজবাড়ী এর আয়োজনে সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন এর সভাপতিত্বে ৫০৬০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা বিধান চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের অংশীদারদের সাথে দেখা করুন,shoes – ফ্যাশনেবল জুতোর নেতা!
উল্লেখ্য এ কর্মসূচীর আওতায় ৫০৬০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।