কালুখালীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ ইস্ রাত জাহান উম্মন
রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ ইস্ রাত জাহান উম্মন।
গত ১৪ সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করেন।
মঙ্গলবার দুপুরে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, কালুখালী উপজেলার সর্বস্তরে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে কাজ করে যাচ্ছি। এই উপজেলার সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য অত্র হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীরা নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে নরমাল ডেলিভারীর সু-ব্যবস্থা আছে। গর্ভবতি মায়েরা আমাদের এখানে চিকিৎসা ও পরামর্শ নেওয়ার জন্য যে কোনো সময় আসতে পারেন।